মক্তব, কুরআনের আওয়াজে মুখরিত হোক জনপদ!

প্রতিটি মহল্লার মসজিদে গড়ে উঠুক ঐতিহ্যের কুরআনি মক্তব। কুরআনের গিলাফের ওপর জমে থাকা ধুলোর আস্তর পরিচ্ছন্ন হোক। ‍হৃদয়ের মরিচা দূর হোক কুরআনের তিলাওয়াতে। জাহেলিয়াত ঘুচে যাক কুরআনের অর্থ বুঝে। শিশু মনে রোপিত হোক তাওহীদের বীজ।

যারা শ্রম, পরামর্শ, অর্থ ( অন্তত ১০টাকা) দিয়ে এ উদ্যোগে সাথে থাকতে চান, তারা লিখে দিন নিজের নামটি। আমরা আপনাকের এ কুরআনী কাফেলায় যুক্ত করে নেব। যাযাকাল্লাহ।