মুরইল হাটখোলা জামে মসজিদের শিক্ষা কার্যক্রম তদারকি করা হয়

  • Reading time:1 mins read
মুরইল হাটখোলা জামে মসজিদ
মুরইল হাটখোলা জামে মসজিদ

আলহামদুলিল্লাহ, ঈদ পরবর্তী সময় মুরইল হাটখোলা জামে মসজিদের মক্তবে চলছে শিক্ষা কার্যক্রম । মোয়াল্লিমের পক্ষথেকে ছাত্র-ছাত্রী বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চলমান আছে। যার ফলশ্রুতিতে বর্তমানে মোট ছাত্র-ছাত্রী ২২ জন্য আলহামদুলিল্লাহ… । ইনশা-আল্লাহ আমাদের লক্ষ্য আগামী দুই মাসের মধ্য ৩০ জন বাচ্চা কে মক্তব মুখী করা তোলে এবং মক্তবে উপস্থিতি বৃদ্ধি করা।